প্রণয়, নাকি ভৌতিক গল্প? সায়েন্স ফিকশন না থ্রিলার? এরকম ই নানান দ্বৈততা, জিজ্ঞাসা ও সম্ভাবনার বুননে দর্শক মনের সম্মুখে কিছুটা অস্পষ্টভাবেই ঊনপঞ্চাশ বাতাস মুভির চিত্রায়ন উপস্থাপন করা হয়েছে ৩ মিনিটের ট্রেইলারে। মুভির নাম যেমন কিছুটা অস্পষ্ট তবে চিত্তাকর্ষক তেমনি এর ট্রেইলারও দর্শককে একটি মুভির মধ্যে একাধিক নাট্যধারার খন্ডচিত্র প্রকাশ করে আকর্ষণ করেছে এবং সৃজন করেছে নানান ধারণা ও জিজ্ঞাসার।
তবে তা মোটেও মুভির ঘটনা সম্পর্কে স্বচ্ছভাবে আন্দাজ করার মতো চিত্র তুলে ধরেনি, বরং প্রতিটি দৃশ্য হাজির করেছে এক নতুন বিষ্ময়। সে সকল জিজ্ঞাসা, সম্ভাবনার স্পষ্ট চিত্ররূপ দিতে আজ ২৩ শে অক্টোবর ২০২০ রেড অক্টোবর ব্যানারে প্রযোজিত হয়ে শুভ মুক্তি পেল মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত ঊনপঞ্চাশ বাতাস।
মুভির কেন্দ্রীয় চরিত্র হিসেবে ইমতিয়াজ বর্ষণ এবং শার্লিন ফারজানার নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়াও রয়েছেন ইলোরা গহর, মানস বন্দ্যোপাধ্যায়, ইনামুল হক এবং ফারিহা শামস সেওতি প্রমুখ।
ঊনপঞ্চাশ বাতাস মূলত একটি প্রণয়ধর্মী নাট্য- চলচ্চিত্র। এতে রয়েছে কিছুটা থ্রিলার, কিছুটা ভৌতিক,কিছুটা সায়েন্স ফিকশন এর মিশ্রিত স্বাদ। অসহায় মানুষের সেবা-ই যার জীবনের লক্ষ্য তেমন ই এক কেন্দ্রীয় চরিত্র অয়নকে কিভাবে খুঁজে পেল নীলা, কি তাদের পরিচয়, ইতিহাস সেসবের চিত্র এবং তাদের ঘিরে অদ্ভুতরকম এক ঘটনার আবর্তন নিয়ে রচিত হয়েছে ঊনপঞ্চাশ বাতাসের প্লট।
ঊনপঞ্চাশ বাতাস মুভিটি ২০২০ সালের ১৩ ই মার্চ মুক্তির কথা জানিয়েছিলেন পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল, তবে অনিবার্য কারণে তা স্থগিত হয় এবং মুক্তি পায় ২৩ শে অক্টোবর ২০২০। মুভিটির সামগ্রিক চিত্র কোন একটি নির্দিষ্ট দিক বা ধারায় প্রবহমান নয়, বরং দর্শকচিত্তাকর্ষক একাধিক ধারার সমন্বিত একটি ভিন্নধর্মী উপস্থাপনা ঊনপঞ্চাশ বাতাস যা চলচ্চিত্র জগতে একটি নতুন মাত্রা যোগ করবে বলে পরিচালক, অভিনেতা-অভিনেত্রীগণ এবং দর্শক সমাজ আশাবাদী।
-রুকাইয়া আক্তার এশা
